ডিজিটাল ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: ভারত ও ফ্রান্সের সম্পর্কের মধ্যে দিয়ে পথ চলা শুরু করল এয়ার ইন্ডিয়া ও এয়ারবাসের অংশিদারির চুক্তি। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া ২৫০টি এয়ারক্রাফ্ট কিনতে চলেছে এয়ারবাসের থেকে। তারমধ্যে ৪০টি বড় মাপের বিমান। এই চুক্তির সাক্ষী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই নতুন চুক্তির পথচলা শুরু হয়। এই অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান ছাড়াও ছিলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, এয়ারবাসের সিইও গিয়োম ফওরি। ছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা, কেন্দ্রীয় বাণিজ্য বিষয়কমন্ত্রী পীযূষ গোয়েল ও অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।