বঙ্গবাজেট পেশ, ডিএ বাড়ল ৩ শতাংশ, লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া ঘোষণা

ফাইল ছবি।

ডিজিটাল ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি: কেন্দ্রের পথেই সেই ভোটমুখী বাজেট পেশ হল পশ্চিমবঙ্গে। রাজ্যবাসীর ভোট কাড়তে তৃণমূল কংগ্রেস তথা মা-মাটি-মানুষের সরকারের যে হাতিয়ার ‘লক্ষ্মীর ভান্ডার’, সেই ভান্ডারকে আরও জনপ্রিয় করার পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো বিধানসভায় পেশ হল রাজ্যের বাজেট। এই বাজেট কর্মসংস্থানমুখী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ২টোয় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বাজেটে বলা হয়েছে, রাজ্য সরকারের বেতনভোগী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা ৩ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন। যদিও ডিএ-র দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা জানিয়ে দিয়েছেন তাদের বকেয়া ডিএ না মেটালে নির্বাচনের কাজে তাঁরা যাবেন না। তাঁদের ওই সিদ্ধান্ত তাঁরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন। বাজেটে বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প (বিইইউপি) কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ করা হল। রাস্তাশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ হল তিন হাজার কোটি টাকা। তৈরি হবে ১১ হাজার কিলোমিটার রাস্তা। মেরামত করা হবে পুরনো রাস্তাও। ১৮-৪৫ বছর বয়সি ২ লক্ষ যুবক-যুবতীরা আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকার ঋণের সুযোগ পারেন। আর  যাঁরা লক্ষ্মীর ভান্ডারের প্রাপক, তাঁরা ৬০ বছর পেরোলেই সরাসরি বার্ধক্যভাতার আওতায় চলে আসবেন। ডেউচা-পাঁচামিতে ৩৫ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা করা হয়েছে। বানতলার লেদার কমপ্লেক্সে ৩ লক্ষ কর্মসংস্থানের পর আরও ২ লক্ষ চাকরির ঘোষণা করা হয়েছে। স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাস বৃদ্ধি করা হল। পাশাপাশি এ বারের বাজেটে অর্থমন্ত্রী রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হবে বলে আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here