ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন শুভমন

নজির গড়ার পর শুভমন গিলের চুম্বন। ছবি–সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ২৭ অগস্ট: ৩৫ বছর পর ম্যাঞ্চেস্টারে ভারতীয় হিসাবে টেস্টে শতরান করলেন শুভমন। ১৯৯০ সালে এই মাঠে শেষ ভারতীয় ব্যাটার হিসাবে শতরান করেন সচিন তেন্ডুলকর। রবিবার শুভমন ব্রাডমানেরও রেকর্ড ভাঙলেন। তিনি এ দিন চলতি সিরিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক নজির গড়লেন। সুনীল গাভাসকর (১৯৭১, ১৯৭৮) এবং বিরাট কোহলির (২০১৪-১৫) পর তৃতীয় ভারতীয় হিসাবে এক টেস্ট সিরিজে এই রেকর্ড করলেন শুভমন। এখানেই শেষ নয়। শুভমন ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসাবে টেস্ট সিরিজে সর্বাধিক সেঞ্চুরি যিনি করেছিলেন, সেই স্যর ডন ব্র্যাডম্যানের সঙ্গে এক আসনেই বসলেন। ব্র্যাডম্যান ১৯৩৮ সালের অ্যাশেজে চারটি সেঞ্চুরি করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here