হেরিটেজ স্কুলের কার্নিভালে নজরকাড়া ‘কোলাহল’

কার্নিভালে পরিবেশিত নৃত্যানুষ্ঠান। সৌজন্য ছবি–হেরিটেজ স্কুল।

ডিজিটাল ডেস্ক, ১১ ফেব্রুয়ারি: কলকাতায় হেরিটেজ স্কুলের শীতকালীন কার্নিভালে পরিবেশিত হল অনবদ্য ‘কোলাহল’। গত ২৪ জানুয়ারি স্কুলের ক্যাম্পাসে এই কার্নিভালের আয়োজন করা হয়েছিল। কোলাহলে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট ভিজ্যুয়াল শিল্পী সুশান্ত পল। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট কণ্ঠশিল্পী কৌশিকী চক্রবর্তী। কার্নিভালে ক্লে মডেলিং, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক, ড্যান্স, ফটোগ্রাফি, গেমস অফ স্কিলস, ল্যান্ড জর্ব, ট্যাটু এবং আরও অনেক কিছুর মধ্যে ৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের পরিবেশনা উপস্থিত সকলকে আকৃষ্ট করে। বিশেষ করে কার্নিভালে ‘সূর্যকিরণে’র বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং পড়ুয়াদের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠান ছিল মনে রাখার মতো। আজাদি কা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে নাটকও স্কুলের পড়ুয়ারা  পরিবেশন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুশান্ত পল বলেন, ‘‘এটা দেখে খুব ভালো লাগছে যে স্কুলটি ক্লে মডেলিং, পেইন্টিং, ভাস্কর্য এবং আরও অনেক কিছু থেকে শুরু করে শিল্প ও কারুশিল্পের উপর এত জোর দেয়, যা অন্য স্কুলে খুব কমই দেখা যায়। এইসব কাজ শিক্ষার্থীদের তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করে।’ কৌশিকী চক্রবর্তী বলেন, ‘‘ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সক্রিয়ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখে আমি অভিভূত। এই অনুষ্ঠান সফল করার জন্য যাঁরা ছাত্রদের পথ দেখিয়েছেন আমি তাঁদের অভিনন্দন জানাই।’’ স্কুলের অধ্যক্ষা সীমা সাপ্রু বলেছেন যে, কার্নিভালের জন্য শিক্ষকরা সত্যিই কঠোর পরিশ্রম করেছেন। কারণ, কোভিড-১৯ মহামারীর কারণে চারবছর এ ধরনের অনুষ্ঠান করা যাননি। এ বারের অনুষ্ঠানে ছিলেন স্কুলের চেয়ারম্যান বিক্রম স্বরূপ। তিনি জানান, জাতীয় শিক্ষানীতি- ২০২০ অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সৃজনশীলতার উপর জোর দিয়ে বর্জ্যের পুনর্ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here