পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত ভারতীয় বাহিনীর। পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত দেবেই, কোনও ষড়যন্ত্রকারীকে রেয়াত করা হবে না, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার ১৫ দিন পর মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয় ভারতের তিন সশস্ত্র বাহিনী পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছে। ‘অপারেশন সিদুঁর’ সফল। এই অপারেশন নিয়ে সমাজমাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীর পোস্ট–জয় হিন্দ, জয় ইন্ডিয়া। দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র-সহ অন্যান্য রাজ্যের মানুষজন উল্লসিত।
হিন্দু মহিলারা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করেন। অভিযোগ, পহেলগাঁওয়ে জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন, যাঁদের সদ্য বিয়ে হয়েছিল। তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ওই ঘটনার পর সদ্যবিধবা মহিলাদের করুণ ছবি সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছিল। বিশেষ ভাবে ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি। উপত্যকায় স্বামীর নিথর দেহ আঁকড়ে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছিল। ঘটনার দিন কয়েক আগেই বিয়ে হয় তাঁদের। ওই ছবিটিই ভারতের প্রত্যাঘাতের প্রতীকী ছবি হয়ে উঠেছে, বলছেন পর্যবেক্ষকেরা।
পাকিস্তানে প্রত্যাঘাতের পরে ভারতীয় সেনার বিবৃতি–কিছুক্ষণ আগে ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী কাঠামোগুলিকে আঘাত করা হয়েছে। যেখান থেকে ভারতে হামলার পরিকল্পনা এবং পরিচালনা করা হয়। সবমিলিয়ে ন’টি জায়গায় প্রত্যাঘাত করা হয়েছে।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২২ এপ্রিল জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে যোগাযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে পাকিস্তান। তারা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে। আমেরিকা, চিন, রাশিয়া-সহ বিভিন্ন দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছিল। কিন্তু ভারতের প্রধামন্ত্রী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছিলেন। তার পর ১৫ দিনের মাথায় ভারত প্রত্যাঘাত করল পাকিস্তানে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, “আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।” পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস্-এর ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে জানান, রাত ১টা নাগাদ পাকিস্তানের ৬টি জায়গায় ২৪টি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে। একাধিক মহিলা, শিশুর মৃত্যুর কথাও জানিয়েছে পাকিস্তান। সূত্রের খবর, ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। তাতে ৩ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডলে এ কথা ঘোষণা করা হয়েছে।