বিশ্বকাপ জয়ের পর একটি মুহূর্ত। ইনসেটে সংবর্ধিত রিচা। ছবি– সংগৃহীত।
ডিজিটাল ডেস্ক, ১০ নভেম্বর: রিচার সাফল্যে গর্বিত দেশ, গর্বিত বাংলা। গত শনিবার সিএবি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইডেন গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক-ব্যাটার শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষকে সংবর্ধনা জানানো হয়। মমতা সরকার তাঁকে বঙ্গভূষণ পুরস্কারে ভূষিত করে। পাশাপাশি ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট পদে রিচাকে নিয়োগ করা হয়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার একটি সোনার চেইন উপহার দেয় বিশ্বজয়ী তারকাকে। সিএবি বিশ্বকাপ ফাইনালে প্রতিটি রানের জন্য রিচাকে ৩৪ লক্ষ টাকা পুরস্কার তুলে দেয়।
রিচা বাংলার প্রথম বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার। এর আগে বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এসে ব্যর্থ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে অজিবাহিনীর হাতে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। পরবর্তীতে ঝুলন গোস্বামীও খুব কাছে পৌঁছালেও কাপ ছুঁতে পারেননি। রিচা পেরেছেন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ উঠল তাঁর হাতে। বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়বে রাজ্য সরকার। সোমবার উত্তরবঙ্গে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।