কোন মুখে কেমন দুল

ছবি–সংগৃহীত

সকলের মুখের গড়ন এক রকম নয়। কারওর পুরো গোল, তো কারওর চৌকো, আবার কারওর পান পাতার মতো। তাই জেনে রাখা ভাল কী ধরনের মুখের সঙ্গে কেমন দুল মানায়। পরামর্শ দিলেন

শ্রেয়সী মুখোপাধ্যায় 

ডিম্বাকৃতির মুখে কপাল ও চিকবোন প্রায় সমমাপের হয়। যেমন ক্যাটরিনা কাইফের মুখ। এ ধরনের মুখ হলে তাঁরা যেমন খুশি মেকআপ করতে পারেন, সাজতে পারেন আবার যে কোনও ডিজাইনের দুল পরতে পারেন। ছোট মুক্তোর বা সোনার টপ থেকে ঝোলানো কিংবা ডিম্বাকৃতির দুল, সবেতেই রূপ খুলে যায়।

      গোলাকার মুখ হলে তাঁদের চিকবোন সবচেয়ে চওড়া হয়। যেমন পরিণীতি চোপড়ার মুখের গড়নের মতো হলে টিয়ার ড্রপ মানে কানের লতির নীচে অল্প ঝোলা দুল বেশ মানায়। লম্বা দুল পরলেও ভাল লাগে।  পোশাকের সঙ্গে মানিয়ে ফ্যাশনেবল ড্যাংলারও পরতে পারেন। তবে গোল মুখে গোল বা খুব ভারী দুল না পরাই ভাল।

      পানপাতার মতো মুখ হলে কপাল চওড়া আর নীচের দিকটা সরু মতো হয়। ঠিক প্রিয়াংকা চোপড়ার মতো। এমন মুখে ভাল মানায় স্যান্ডেলিয়ার। ঝোলানো দুল হলেও মন্দ লাগে না।

      চৌকো মুখ হলে গাল ও চিবুকের আকার বেশ চওড়া হয়। করিনা কাপুরের মুখ এই ধরনের। এমন মুখের আকৃতি হলে লম্বা ঝোলানো ধরনের দুল ভাল মানায়। মেটালের সাধারণ ডিজাইনের কিংবা পাথর বসানো দুল অথবা লেয়ারড ঝুমকোও পরতে পারেন।

      ডায়মন্ড বা হীরের মতো মুখে গালের তুলনায় চিবুক ও কপাল সরু হয়। তাই  এমন মুখে অল্প ঝোলানো দুল বা রিং ভাল মানায়। তাই ঠিকঠাক দুল যেমন আপনার সৌন্দর্য বাড়িয়ে তোলে তেমনই তা ব্যক্তিত্বে যোগ করে বাড়তি মাত্রা। আর দুল কেনার সময় মাথায় রাখা দরকার মুখের গঠনের কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here