ডিজিটাল ডেস্ক, ১ ফেব্রুয়ারি: মধ্যবিত্তদের মন জয় করতে এ বারের কেন্দ্রীয় বাজেটে বড় রকমের আয়কর ছাড় দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশের সময় বিপুল করতালি কুড়ালেন অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন আগামি অর্থবর্ষে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক রোজগারে কোনও আয়কর লাগবে না। পাশাপাশি টিডিএস-টিসিএস ব্যবস্থায় প্রবীণ নাগরিকদের সুদ বাবদ আয়ে করছাড় ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। এ ছাড়াও আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ দিন জানিয়েছেন, যাদের বার্ষিক আয় বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে তাদের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণও বাড়ানো হয়েছে। ৫০ হাজার থেকে সেটা বেড়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নতুন আয়কর কাঠামো অনুযায়ী, শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নেই। চার থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ আয় কর। ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ কর। ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ কর। ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ কর। ২৪ লক্ষ টাকার ওপরে আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে।
অন্যান্য ক্ষেত্রে বাজেটে এক নজর–
গ্রাফিক্স –সংগৃহীত
এ দিন বাজেট পেশের শুরুতেই আগামী পাঁচ বছরে ভারতীয় অর্থনীতিকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। মধ্যবিত্তদের পাশাপাশি কৃষক, মহিলা, ক্ষুদ্রশিল্পকে চাঙা করার লক্ষে এই বাজেটে বেশ কিছু প্রকল্প ও আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কারের কথা জানান তিনি। তবে বিশ্বের দরবারে ভারতীয় অর্থনীতিকে কী ভাবে তিনি এগিয়ে নিয়ে যাবেন, সেই পথ স্পষ্ট হল না বাজেটে, যা বলছেন বিশেষজ্ঞরা।