ডিজিটাল ডেস্ক, ৬ নভেম্বর: মার্কিন ইতিহাসে ১৩২ বছরে এই প্রথম কোনও নেতা একটানা না হলেও মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হলেন। একইসঙ্গে ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যাঁকে ইমপিচ করা হয়েছিল। মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ইমপিচমেন্টের পরও ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। পর্নতারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তবুও মার্কিন ভোটাররা সেই ট্রাম্পকেই মসনদে বসালেন। ‘বিজয়ী ভাষণে’ ট্রাম্প বলেন, “আমেরিকা অভূতপূর্ব এবং শক্তিশালী রায় দিয়েছে।” তার পরেই ফের “আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করব” বলে স্লোগান দেন ট্রাম্প।
প্রথমবারের জন্য ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর পরের টার্মের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি। কিন্তু ফের তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়েন। শেষঅবধি লড়াই শেষে ইতিহাস গড়ে দ্বিতীয়বারের জন্য বসেও মার্কিন সেনেটে বসেও পড়লেন। এই ঐতিহাসিক জয়ের জন্য বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।