ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আগ্রা ঘরানার বিশিষ্ট কণ্ঠশিল্পী অপর্ণা চক্রবর্তী শুধুমাত্র ‘অনুষ্ঠান-শিল্পী’ হিসাবে পরিচিতি পাননি, তিনি ছিলেন একজন সম্মানীয়া সঙ্গীত সমালোচক। তাঁর কর্মজীবন সমানভাবে সঙ্গীত পরিবেশনা, শিক্ষাদান এবং গবেষণাকে একত্রিত করেছিল। ১৯২৩-২০০৭। এই সময়কালে তাঁর সঙ্গীত-জীবন বিস্তৃত ছিল। বিশিষ্ট বিমা-গাণনিক মুকুল চক্রবর্তীর সঙ্গে তিনি সাতপাকে বাঁধা পড়েন। মুকুল ছিলেন স্বনামধন্য গণিতজ্ঞ যাদবচন্দ্র চক্রবর্তীর নাতি। অপর্ণা, মুকুল কয়েকজন বন্ধু মিলে বহু বছর ধরে কলকাতায় ‘ঝংকার মিউজিক সার্কেল’ পরিচালনা করেছেন। গত ২২-২৩ এপ্রিল কলকাতায় হো চি মিন সরণিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘বিদুষী অপর্ণা চক্রবর্তী নামাঙ্কিত শতবার্ষিকী সঙ্গীত সম্মেলন-২০২৩।’ তাঁর ছাত্রছাত্রী এবং পরিবার-পরিজন দ্বারা আয়োজিত এই সম্মেলনে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিবর্তন তুলে ধরা হয়, যা বিগত যুগের সাংস্কৃতিক সূক্ষ্মতা এবং ২১ শতকের প্রযুক্তিগত উদ্ভাবনকে সমন্বিত করে।
