ডিজিটাল ডেস্ক, ১৩ মার্চ: অস্কারের মঞ্চ থেকে এ বার দু’টি পুরস্কার নিয়ে ফিরছে ভারত। পাশাপাশি সেরা ছবির পুরস্কার জিতে নিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সব মিলিয়ে ৭টি অস্কার পেয়েছে এই ছবি। আর স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার সেরা হল গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তামিল ভাষার এই ছবি প্রথম পেল অস্কার। পাশাপাশি তেলুগু ছবি ‘আরআরআরে’ গান ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। এই গানের জন্য সঙ্গীত পরিচালক হিসাবে অস্কার পেলেন এম এম কিরাবাণী এবং গীতিকার চন্দ্রবোস। ফলে অস্কারের মঞ্চে ফের ইতিহাস গড়ল ভারত।