আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হেরিটেজ ইনস্টিটিউটের নানা বর্নময় অনুষ্ঠান

অনুষ্ঠানে নাটকের এক মুহূর্ত। সৌজন্য ছবি–হেরিটেজ

ডিজিটাল ডেস্ক, ২২ ফেব্রুয়ারি: নানা বর্নময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, হেরিটেজ ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের অঙ্গ ছিল একটি দৃষ্টিনন্দন শিল্প প্রদর্শনী। এ ছাড়াও ছিল  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিমের সঙ্গে তাল মিলিয়ে নজরকাড়া নৃত্য পরিবেশনা। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি, এই গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণ করার জন্য পরিবেশিত নাটক, গান-বাজনা এবং আবৃত্তি প্রশংসার দাবি রাখে। ছাত্রদের ফ্যাশন শো ছিল মনমুগ্ধকর।

      অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা। সৌজন্য ছবি–হেরিটেজ

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ বাসব চৌধুরি দিনটির গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের বোঝান, কেন মাতৃভাষা বিশ্বব্যাপী সম্প্রীতির প্রতীক। তিনি বলেন, ‘‘প্রকৃতপক্ষে, মাতৃভাষা কোনও ধর্মের সঙ্গে মিলে যায় না, একটি দেশের সংস্কৃতি এবং ঐতিহাসিক তথ্য এই ভাষায় অঙ্কুরিত হয়, যা সকলের জানা এবং উপলব্ধি করা খুবই প্রয়োজন।’’ এ দিনের অনুষ্ঠান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনার প্রশংসা করা ছাড়াও ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সদস্যদের ধন্যবাদ জানান হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের সিইও পি কে আগরওয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here