ডিজিটাল ডেস্ক, ২২ ফেব্রুয়ারি: নানা বর্নময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, হেরিটেজ ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের অঙ্গ ছিল একটি দৃষ্টিনন্দন শিল্প প্রদর্শনী। এ ছাড়াও ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিমের সঙ্গে তাল মিলিয়ে নজরকাড়া নৃত্য পরিবেশনা। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি, এই গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণ করার জন্য পরিবেশিত নাটক, গান-বাজনা এবং আবৃত্তি প্রশংসার দাবি রাখে। ছাত্রদের ফ্যাশন শো ছিল মনমুগ্ধকর।
