নেতাজি ইন্ডোরে ২০২৬-এর ভোটের সুর বাঁধলেন মমতা

নেতাজি ইন্ডোরে কর্মী সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি–সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি: নেতাজি ইন্ডোরের বৈঠক থেকেই ২০২৬-এর বিধানসভা ভোটের সুর বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দলীয় কর্মীদের উদ্দেশে মমতার বার্তা– আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এ বার বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা। সেইমতো ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গড়ার কথা ঘোষণা করলেন মমতা। বললেন– ওই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে। তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে।

মমতার দাবি, বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। পঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকে এ সব করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘২০২৬ সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। জেলা সভাপতিদের বলব, বুথ কর্মীদের মাঠে নামান। প্রয়োজনে নির্বাচন কমিশনের দফতরে ধর্না দেব।’’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় চক্রান্ত করার মমতার অভিযোগ একযোগে খারিজ করে দিল বিজেপি ও কংগ্রেস। এ দিন পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুয়ো ভোটার তৈরির অভিযোগে বিদ্ধ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। মমতার অভিযোগ ভিত্তিহীন বলেও তাঁদের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here