‘পার্থ-ঘনিষ্ঠ’ অভিনেত্রীর ফ্ল্যাটে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত ২০ কোটি টাকা

বাঁ দিকে বাজেয়াপ্ত করা টাকা। ডানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। ছবি–সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ২২ জুলাই: দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। ইডি সূত্রে খবর, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী (প্রাক্তন শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত। তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।

কে এই অর্পিতা? কে এই অর্পিতা? একসময় তিনি ওড়িয়া, তামিল ছবিতে কাজ করেছেন। জিৎ-স্বস্তিকার ‘পার্টনার’ ছবিতে কাজ করেছিলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মামা-ভাগ্নে ছবিতেও ছিলেন। ওড়িয়া ছবিতেও তিনি কাজ করেছেন। এখন প্রশ্ন, তাঁর কাছে এত টাকা এল কোথা থেকে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক? সূত্র বলছে, এই অর্পিতা মুখোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। একবার দুর্গাপুজোর মুখও হয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবিও রয়েছে। নাকতলা উদয়ন সংঘের সঙ্গে পার্থবাবু ওতপ্রোতভাবে যুক্ত। 

শুক্রবার ইডির একাধিক টিম রাজ্যের নানা জায়গায় তল্লাশিতে নামে। সেইমতো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহ, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচির বাড়িতেও ইডি হানা দেয়। সূত্র ধরে ইডির তদন্তকারী আধিকারিকরা দক্ষিণ কলকাতায় ডায়মন্ড সিটি সাউথে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি শুরু করেন। আর তখনই ওই বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে বিপুল টাকা।  ইডি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে ২০ কোটি টাকারও বেশি। স্কুলে নিয়োগ দুর্নীতির সঙ্গে এই টাকার যোগ রয়েছে বলে ইডির তরফে মনে করা হচ্ছে। তবে তল্লাশি অভিযানে যে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। টুইট করে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here