জাতীয় পুরস্কারের ঝুলিতে সেরা ছবি ‘গুমনামী’ ও ‘ছিঁছোরে’

ছবি–সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ২২ মার্চ : ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল ‘গুমনামী’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। পাশাপাশি ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা আবহসংগীতের পুরস্কার পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । সেরা পরিচালক- সঞ্জয় পুরণ সিং চৌহন (বাহাত্তর হুরিয়াঁ)৷ সেরা হিন্দি ছবির জন্য পুরস্কার পেল সুশান্ত সিং রাজপুতের ‘ছিঁছোরে’। সেরা ফিচার ফিল্ম হিসেবে মোহনলাল, কীর্তি সুরেশ অভিনীত মালয়ালম ছবি ‘মারাক্কর’। ‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী এবং একই ক্যাটাগরিতে ‘অসুরণ’-এর জন্য পুরস্কার পেলেন দক্ষিণী তারকা ধনুশ। পাশাপাশি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত কঙ্গনা রানাওয়াত। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-র জন্য জীবনের চতুর্থ জাতীয় পুরস্কারটি পেলেন অভিনেত্রী। সেরা শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত নাগা বিশাল। গত বছর মে মাসে এই পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সেই সময়সীমা পিছিয়ে যায়। ২০১৯ সালের ছবিগুলির মধ্যে বাছাই পর্বের কাজে তাই দেরি হয়। সোমবার সেই তালিকা প্রকাশ করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

এ ছাড়াও তালিকায় রয়েছে, সেরা ফিল্ম ফ্রেন্ডলি স্টেট- সিকিম, সেরা সহ-অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য তাশখন্দ ফাইলস), সেরা সংলাপ- বিবেক অগ্নিহোত্রি (দ্য তাশখন্দ ফাইলস), সেরা সহ-অভিনেতা-বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স), সেরা ছবি (সামাজিক বিষয়)- আনন্দি গোপাল, সেরা তেলগু ছবি-জার্সি, সেরা তামিল ছবি- অসুরণ। অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ সিনেমায় ‘তেরি মিট্টি’ গানটি গেয়ে সেরা গায়ক হিসেবে পুরস্কৃত হয়েছেন বি প্রাক। সেরা অ্যানিমেটেড ছবি হিসেবে সম্মানিত ‘রাধা’। সেরা শিশুদের ছবির পুরস্কার পেল ‘কস্তুরি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here