অর্থনীতি ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে : মোদী

ডিজিটাল ডেস্ক, ১৬ জুন : লকডাউনের জেরে যে টালমাটাল অবস্থা ছিল, আনলক ১-এ তার থেকে অর্থনীতির ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে। আর্থিক বৃদ্ধির লক্ষণও দেখা যাচ্ছে। মঙ্গলবার এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এ দিন করোনাভাইরাস এবং লকডাউন পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে প্রথম দফায় ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। বৈঠকে তিনি জানান, ইতিমধ্যে আনলক ১-এর দু’সপ্তাহ কেটে গিয়েছে। ফলে তা নিয়ে বিভিন্ন রাজ্যগুলির মোটামুটি ধারণাও তৈরি হয়েছে। তার ভিত্তিতে আগামী দিনের  কৌশল নির্ধারণ করা হবে। একইসঙ্গে আগামী দিনে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে বিধিনিষেধ আরও শিথিল হবে, সেই ইঙ্গিতও দেন মোদী। তিনি বলেন, ‘আগামী দিনে যে যে রাজ্যগুলিতে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করবে, তার ফলে অন্য রাজ্যগুলিও লাভবান হবে। গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টার ফলে আমাদের আর্থিক বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে।’ কীভাবে তার ব্যাখ্যাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিদ্যুতের ব্যবহার আগে কমেই যাচ্ছিল। এখন তার বৃদ্ধি শুরু হয়েছে। গত বছর মে’র তুলনায় চলতি বছর দ্বিগুণ সার বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় খারিফ শস্যের রোপণও ১২-১৩ শতাংশ বেশি হয়েছে। লকডাউনের আগে যত দু’চাকা গাড়ি উৎপাদন হত, এখন তার প্রায় ৭০ শতাংশের কাছাকাছি হচ্ছে। খুচরো বাজারে ডিজিটাল পেমেন্টও লকডাউনের আগের মতো পর্যায়ে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, মে’তে টোল সংগ্রহ বেড়েছে। যা অর্থনৈতিক বৃদ্ধির লক্ষণ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here