ভারতকে হারিয়ে ষষ্টবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া

বিশ্বকাপ জয়ের উল্লাস অজিদের। সৌজন্য ছবি–আইসিসি।

ডিজিটাল ডেস্ক, ১৯ নভেম্বর : দু’দশক আগের হারের বদলা নেওয়া হল না। অস্ট্রেলিয়ার কাছে এ বারও হেরে গেল ভারত। ২০০৩ সালে সৌরভের নেতৃত্বে ভারত ফাইনালে উঠলেও, শেষ রক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। এ বারও আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হেলায় হারিয়ে দিল অস্ট্রেলিয়া।

আইসিসি ক্রিকেটে টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেই জয়যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়াকে হারিয়েই। রবিবার ফাইনালে সেই অস্ট্রেলিয়া-ই ভারতকে হারিয়ে দিল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া সব উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে। জবাবে ৪ উইকেট হারিয়ে প্যাট কমিন্সের নেতৃত্বে ২৪১ রান তুলে ষষ্টবার বিশ্বকাপ পেল অস্ট্রেলিয়া। গুজরাতের মাটিতে হারের পর হতাশ ভারতীয় ক্রিকেটারেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here