মায়াপুরে ইসকনের মন্দিরে ঝুলন উৎসবে সনাতনী আবেগ

মায়াপুরে ইসকনের মন্দিরে সাজানো হচ্ছে রাধাকৃষ্ণকে। –নিজস্ব চিত্র।

ডিজিটাল ডেস্ক, ২৯ অগষ্ট: বৃন্দাবন থেকে মায়াপুর–ঝুলন নিয়ে মাতোয়ারা বৈষ্ণব সমাজ। শাস্ত্রমতে বৃন্দাবনে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে সূচনা হয়েছিল ঝুলন উৎসব। ঝুলন শব্দেরটির সঙ্গে ‘দোলনা’ শব্দটি রয়েছে। তাই এই সময় ভক্তরা রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায়  বসিয়ে পুজো করেন। একাদশীতে এই উৎসব শুরু হয়। বৃহস্পতিবার রাখিপূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব। মূলত রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের এই সনাতনী উৎসবে অংশ নিতে বৃন্দাবনের সঙ্গে নদিয়ার মায়াপুরে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে ভক্তদের ঢল নামে। নামসংকীর্তনের মধ্যে দিয়ে চলে রাধাকৃষ্ণের আরাধনা। মায়াপুরে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাসের মতে– ভগবানের সঙ্গে ভক্তের মিলন উৎসব। ভগবানকে আপন করে পাওয়ার উৎসব। জীবাত্মার সঙ্গে পরামাত্মার মহামিলনের উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here