চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযানের সফল অবতরণ, ইতিহাস গড়ল ইসরো

ডিজিটাল ডেস্ক, ২৩ অগস্ট:  চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রহর গুনছিল ইসরো। অবশেষে প্রতীক্ষার অবসান। আজ, বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিট।  বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম।  সেইসঙ্গে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের নজির গড়ল ভারতের মহকাশ গবেষণা সংস্থা ইসরো। কিছু দিন আগে চাঁদে যাওয়ার পথে রাশিয়ার অভিযান ব্যর্থ হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতেই লুনা-২৫ পাঠাচ্ছিল রাশিয়া। কিন্তু প্রায় দোরগোড়ায় পৌঁছে মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রুশ বিজ্ঞানীদের। চাঁদের মাটিতে ধাক্কা খেয়ে সেটি ভেঙে পড়ে। ১৪ জুলাই চন্দ্রযান-৩-কে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। অবতরণের পর ল্যান্ডারের পেট থেকে রোভার বেরিয়ে আসে, যা চাঁদে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। ইসরোর সৌজন্যে এমন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বিশ্ববাসী। সেই যাত্রাপথের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে ইসরো । চাঁদে চন্দ্রযান পা রাখার পর জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here