স্পেনের মুকুটে নারী-বিশ্বকাপের শিরোপা

বিশ্বকাপজয়ী স্পেনের নারীদলের উচ্ছ্বাস। সৌজন্য ছবি–গেটি।

ডিজিটাল ডেস্ক, ২১ অগস্ট: ইংল্যান্ডকে হারিয়ে নারীদের স্পেনের মুকুটে উঠল বিশ্বকাপের শিরোপা। রবিবার অস্ট্রেলিয়ার সিডনির মাঠে পৌনে এক লক্ষ দর্শকের সামনে ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নারী-ফুটবল বিশ্বকাপের তকমা পেল স্পেন।

প্রথমবার ফাইনালে এসে স্পেন শিরোপা ঘরে নিলেও, ইংল্যান্ডকেও প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এসেও শিরোপার কাছ থেকে ফিরে যেতে হল। এ দিন ম্যাচের ২৯ মিনিটে ক্যাপ্টেন অলগা কারামোনার গোলে স্পেন এগিয়ে যায়। এরপর ইংল্যান্ড মরিয়া চেষ্টা করে একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও সফল হতে পারেনি। তবে তারা স্পেনের একটি পেনাল্টি ঠেকিয়ে ব্যবধান বাড়াতেও দেয়নি।

স্পেন যখন এ বারের বিশ্বকাপ শুরু করেছিল, তখনও কেউ ভাবেনি যে দলটি শেষ আটে খেলতে পারবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে আসে স্পেন। এরপর শিরোপাও তাদের মুকুটে উঠল। চলতি বছরের আগে নারীদের বিশ্বকাপে শুধু একটি খেলাতেই বিজয়ী হওয়ার ইতিহাস রয়েছে স্পেনের। যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানি, জাপানের পর পঞ্চম দল হিসাবে নারী-বিশ্বকাপের শিরোপা জুটল স্পেনের।

২০১০ সালের পুরুষ-বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেন শিরোপা জিতেছিল। সেমিফাইনালে অস্ট্রেলিয়া বাদ পড়ে যাওয়ায় অনেকে ধারণা করেছিলেন, যে স্টেডিয়ামে হয়তো তেমন দর্শক থাকবে না। কিন্তু ফাইনালে সিডনির স্টেডিয়ামে কমপক্ষে একলক্ষ দর্শক সমবেত হয়েছিল। তাদের অনেকেই স্পেন এবং ইংল্যান্ডের পতাকা এবং রঙে সজ্জিত হয়ে আসেন। পুরো সিডনি জুড়েই আমেজ ছড়িয়ে পড়েছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here