ডিজিটাল ডেস্ক, ১৪ এপ্রিল: রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬ সালে। কিন্তু মা-মাটি-মানুষের সরকার এই রাজ্যে ৫ বছরের মেয়াদ পূরণের আগেই পড়ে যাবে। শুক্রবার বঙ্গে এসে এই জল্পনা উসকে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এ দিন বীরভূমে সিউড়িতে বিজেপির ডাকা সমাবেশ থেকে অমিত শাহ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ দিন অবশ্য মুখ্যমন্ত্রীর নাম মুখে নিলেও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের নাম উচ্চারণ করেননি। বীরভূমের মাটি থেকেই এ দিন অমিত শাহ আগামী লোকসভা ভোটে বিজেপির সুর বেঁধে দেন। পাশাপাশি তিনি পরের রাজ্য বিধানসভা ভোটের প্রসঙ্গে তৃণমূল সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন। শাহ বলেন, “মমতাদিদি যতই চান না কেন, ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবেন না।” একই সঙ্গে তিনি বলেন, “রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হবেন।” শাহ এ দিন এই বার্তা-ই দিতে চেয়েছেন পরবর্তী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরছে না। এক ধাপ এগিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে।”
অমিত শাহ এ দিন বঙ্গে এসে কার্যত পঞ্চায়েত নিবার্চনের আগেই লোকসভা ভোটের প্রচার করে গেলেন। সিউড়ির সভায় তিনি বলেন, ‘‘লোকসভায় ৩৫-এর বেশি আসন দিলে তৃণমূল সরকারের পতনের জন্য আর ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।’’ স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘৩৫ অনেক দূরের কথা, শূন্য থেকে একে পৌঁছতে কালঘাম ছুটবে বিজেপির।’’ এ দিনের সমাবেশ থেকে অমিত শাহ রাজ্যে নিয়োগ-দুর্নীতি ইস্যুতেও মুখ খোলেন। তিনি বলেন, ‘‘লজ্জা লজ্জা তৃণমূল! কারও-র ঘর থেকে ২১ কোটি টাকা পাওয়া গেলে তাকে কি জেলে পাঠানো উচিত নয়? আরে মমতা দিদি, আপনি আর আপনার ভাইপো যা পারেন করে নিন, দুর্নীতি শেষ করে থামব। চাকরি পাওয়া বাংলার যুবকদের অধিকার। আপনি সেটা নিয়ে দুর্নীতি করতে পারেন না।’’ এ দিন কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ‘নববর্ষের শুভনন্দন’ জানান। এর পাশাপাশি তিনি জানান, বিশ্বের সকলের মঙ্গলের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বীরভূমে মানুষের ভালবাসা পেয়ে তিনি আপ্লুত।
-:আপডেট:-
১৭ এপ্রিল: শাহের মন্তব্য সাংবিধানিক মর্যাদা ভেঙেছে বলে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি নবান্নে বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার অধিকার নেই শাহের।’’ মমতার দাবি–বিজেপি ৩৫ আসন পেলেই সরকার ফেলার কথা শাহ বলেন কী ভাবে। সাংবিধানিক মর্যাদা লঙ্ঘন হয়েছে। দেশকে রক্ষা না করে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘কোন আইনে নির্বাচিত সরকার ভাঙার কথা বলছেন? সংবিধান কি বদল হচ্ছে নাকি?’’