ডিজিটাল ডেস্ক, ২৫ মার্চ: বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের ঘরে বক্সিংয়ে এল দ্বিতীয় সোনা। নীতু ঘাঙ্ঘাসের পর সোনা জিতলেন সুইটি বোরা। লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে তিনি হারালেন চিনের ওয়াং লিনাকে। ভারতের সপ্তম বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন সুইটি। তাঁর আগে লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে নীতু ৫-০ ব্যবধানে মঙ্গোলিয়ার প্রতিযোগী লুৎসাইখান আলতানসেতসেগকে হারিয়ে দেন। ভারতের ষষ্ঠ বক্সার হিসাবে (পুরুষ এবং মহিলা মিলিয়ে) বিশ্বচ্যাম্পিয়নশিপে নীতু ভারতের ঘরে সোনা এনে দেন।