ডিজিটাল ডেস্ক, ১৬ মার্চ: অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়ে দিল মার্কিন সেনেট। এমন একটা সময় সেনেটে ওই প্রস্তাব পেশ করা হয়েছে, যখন পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত এবং চিনের সীমান্ত-সংঘাতের তিন বছর পূর্ণ হতে চলেছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনেট ম্যাকমোহন লাইনকে অরুণাচল প্রদেশ এবং চিনের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেয়। উল্লেখ্য, ভারত এবং চিনের মধ্যে যে সীমানা টানা হয়েছে, সেটা ম্যাকমোহন লাইন হিসেবে পরিচিত। স্যার হেনরি ম্যাকমোহনের নামে সেই নামকরণ করা হয়েছিল। ওই সীমানার দৈর্ঘ্য প্রায় ৮৯০ কিলোমিটার। উল্লেখ্য, একটি নির্দিষ্ট সীমান্তের জন্য ১৯১৪ সালে শিমলা চুক্তি স্বাক্ষর করেছিল ব্রিটিশ শাসনে থাকা ভারত এবং তিব্বত। যদিও অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চিন।
পিটিআই সূত্রের খবর, মার্কিন সেনেটে প্রস্তাবটি পেশ করেন সেনেটর বিল হ্যাগার্টি এবং সেনেটর জেফ মার্কলে। মঙ্গলবার প্রস্তাবনা পেশের পর হ্যাগার্টি জানান, সেনেট যে দ্ব্যর্থহীনভাবে অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, তা এই প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থা পরিবর্তনের লক্ষ্য যে একতরফা পদক্ষেপ করছে চিন এবং আগ্রাসী সামরিক পদক্ষেপ করছে, তা নিয়ে ওই প্রস্তাবনায় সমালোচনা করা হয়েছে।
২০২০ সালের এপ্রিল ও মে’তে পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়। তারই মধ্যে গতবছর অরুণাচল প্রদেশে আগ্রাসী হওয়ার চেষ্টা করে চিন। সেই চেষ্টা ভারতীয় সেনার তরফে রুখে দেওয়া হয়।