বক্স অফিসে ‘পাঠান’ ঝড়

পাঠানের পোস্টার। ছবি–সংগৃহীত

ডিজিটাল ডেস্ক, ৩০ জানুয়ারি: সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে তার রেকর্ড-ব্রেকিং স্রোত অব্যাহত রেখেছে। কারণ এটি চারদিনে বিশ্বব্যাপী ৪২৯ কোটি টাকা সংগ্রহ করেছে। রবিবার প্রযোজনা ব্যানার যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছে। গত বুধবার তামিল ও তেলগুতেও মুক্তি পেয়েছে ‘পাঠান’। সূত্রের খবর, বক্স অফিসে রেকর্ড গড়তেই রবিবার সন্ধ্যায় মন্নতের ছাদে যখন শাহরুখ এলেন, তাঁর পরনে ছিল কালো শার্ট, কালো ডেনিম, মাথায় ফেট্টি। অন্যদিকে, মুম্বইয়ের বান্দ্রায় একটি প্রেক্ষাগৃহে দীপিকা আসেন আপাদমস্তক কালো পোশাকে ঢেকে। তবুও অনুরাগীরা তাঁকে চিনতে ভুল করেননি। এ দিন দু’ হাত খুলে গানের তালে পোজ দেন বাদশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here