সমালোচনা থেকে শিখি, বললেন মমতা, বিকাশের কথায় ‘ভন্ডামি’

মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ ভট্টাচার্য। ছবি–সংগৃহীত

ডিজিটাল ডেস্ক, ৩০ জানুয়ারি: সমালোচনা শুনতে তাঁর কেমন লাগে, ৪৬তম বইমেলার উদ্বোধনে এসে তার জবাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়। সমালোচনা থেকে শিখি।’’ সোমবার সল্টলেকে ‘বইমেলা প্রাঙ্গণ’-এ বইমেলার উদ্বোধন করলেন মমতা। এ বারই প্রথম সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে বসল মেলা, যার নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বইমেলা তার নিজস্ব ঠিকানা পেল।’’ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর কথার তীব্র সমালোচনা করেছেন সিপিএম সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি দাবি করেন, ‘‘দিন প্রায় সমাগত। তাই এখন পাকা অপরাধীদের মতো উনি ভালো ভালো কথা বলছেন।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যকে ভন্ডামির নামান্তর বলে কটাক্ষ করছে বিরোধী শিবির। এ দিন বিকাশবাবু বলেন, ‘‘ক্ষমতায় এসে উনিই বিরোধীদের বলেছিলেন, মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে রাখুন। আজ পালানোর পথ নেই দেখে ফের সমবেদনা জোগাড়ের চেষ্টা শুরু করেছেন। কিন্তু রাজ্যের মানুষ ওনাকে চিনে গেছে। কী ভাবে ওনার সমালোচনা করায় সাংবাদিকদের জেলে যেতে হয়েছে, তা রাজ্যের মানুষ দেখেছে। ওনার বিরুদ্ধে কোনও সাংবাদিক কোনও প্রতিবেদন লিখলে তাঁকে চাকরি থেকে বহিষ্কারের জন্য সংবাদপত্রের সম্পাদকের ওপর চাপ দিয়েছেন। কেউ যদি ভেবে থাকে মিষ্টি কথায় মানুষ এ সব ভুলে যাবে, তা হলে ভুল করছেন।’’ বিকাশবাবুর আরও দাবি–মুখ্যমন্ত্রী তাঁর সমালোচনা বন্ধ করতে গোটা প্রশাসনকে ব্যবহার করছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় প্রত্যন্ত গ্রামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মুখে সমালোচনার প্রতি সহনশীলতার কথা মানায় না। অন্যদিকে, এ দিন-ই জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’তে যান মমতা। সেখানে অমর্ত্যের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিক বৈঠকে মমতা হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘অমর্ত্যদাকে বিজেপি যেন অপমানের চেষ্টা না করে।’’ জমি বিতর্কে নোবেলজয়ী যে কথা বলেছেন, তা ‘ঠিক’ বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি নথি দেখিয়ে দাবি করেন, অমর্ত্যের বক্তব্যই ঠিক, বিশ্বভারতীর নয়। এটাকেই ‘ছক্কা’ মারার সঙ্গে তুলনা করেন মমতা। বলেন, ‘‘আমি ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here