ডিজিটাল ডেস্ক, ১ অগস্ট : বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ষষ্ঠ পদক পেল ভারত। এই পদক এল বঙ্গ তনয় অচিন্ত্য শিউলির হাত ধরে। গেমস রেকর্ড গড়ে একাদশতম বাঙালি হিসেবে কমনওয়েলথে সোনা জিতলেন তিনি। অচিন্ত্যর বাড়ি হাওড়ার দেউলপুরে। নয় বছর আগে ওঁর বাবা মারা যান। মাটির দেওয়ালের বাড়িতে টিনের ছাদ। মা জরির কাজ করে খুব কষ্টে সংসার চালান। দাদা দমকল দফতরের অস্থায়ী কর্মী। এমন অভাবের সংসারেও অচিন্ত্য লড়ে যাচ্ছেন। এবং স্বপ্ন দেখছেন প্যারিস অলিম্পিকে সোনা জেতার। কমনওয়েলথে ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে অচিন্ত্য অনায়াসে রেকর্ড গড়লেন। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। বাকিদের মধ্যে মালয়েশিয়ার মুহম্মদ এরি শেষ চেষ্টায় ১৩৮ কিলো তোলেন। মীরাবাই, জেরেমির পর ভারোত্তোলনে আরও একটি সোনার পদক পেল ভারত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অচিন্ত্যকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ভারত কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক জিতেছে। যা সত্যিই আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত। ওকে জানাই আন্তরিক অভিনন্দন।’’ শুধু বাংলার মুখ্যমন্ত্রী একক নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের প্রসিডেন্ট দ্রৌপদী মুর্মুও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন হাওড়ার দেউলপুরের ২০ বছরের তরুণকে।