শিশুর জন্মের পর

প্রতীকী ছবি–সংগৃহীত।

সদ্যোজাত-র প্রথম ২৪ ঘণ্টায় যা যা করা দরকার, তা নিয়ে জানাচ্ছেন স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাঃ ইন্দ্রনীল সাহা

  ডাঃ ইন্দ্রনীল সাহা

ন্তান জন্মানোর পর বাবা, মায়ের প্রথম কয়েক ঘণ্টা যেন ঘোরের মধ্য দিয়ে কেটে যায়। নিজের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য খবরটা জানানো, বেডে দেওয়ার পর বারবার বাচ্চার মুখ দেখা, মায়ের শরীরের খোঁজখবর নেওয়া–এই সব করতে করতেই অনেকটা সময় কেটে যায়। এ কথা ঠিক এ সময় মা এবং শিশু ডাক্তারের তত্ত্বাবধানে থাকে বলে অনেকটা নিরাপদ বলে ধরে নেওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও পরিবারের সবার আনন্দঘন মুহূর্ত যাতে চিরস্থায়ী হয়, তাই শিশুর দিকে বিশেষ নজর দেওয়া দরকার।

বিশেষত, প্রথম ২৪ ঘণ্টা শিশুর যে দিকগুলোয় অভিভাবকদের নজর দেওয়া দরকার তা হল–

  • শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকছে কিনা, তা খেয়াল রাখা। এ জন্য শিশুর শরীর গরম কাপড় দিয়ে ঢেকে রাখা কিংবা মায়ের কোলে রাখা।

  • শিশুকে বুকের দুধ খাওয়ানো। জন্মের প্রথম ঘণ্টার মধ্যেই তা খাওয়ানোর চেষ্টা করতে হবে। এতে অসুবিধে হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। বারবার খাওয়ালে দুধ ঠিকমতো আসে। এ ছাড়া এতে মা ও শিশুর বন্ডিংও ভালো হয়।

  • শিশুর মল-মুত্রত্যাগ স্বাভাবিক কিনা, তা খেয়াল রাখতে হবে।

  • শিশুর নড়াচড়া স্বাভাবিক কিনা, তা-ও খেয়াল রাখা দরকার।

  • শিশুরোগ বিশেষজ্ঞেরও পরীক্ষা করে দেখা দরকার শিশুর কোনও অস্বাভাবিকতা আছে কিনা।

শিশুর জন্মের প্রথম ঘণ্টায় আরও যে সব কাজ করতে হবে, তা হল–

  • লেবার রুম থেকে বেরনোর সময় শিশুর নামের ট্যাগ আছে কিনা, তা দেখে নিতে হবে।

  • বাচ্চা জন্মানোর প্রথম ঘণ্টায় মায়ের দুধ খাওয়ানো দরকার। মা ও শিশু দু’জনে সুস্থ থাকলে আধ ঘণ্টার মধ্যে খাওয়ালে সবচেয়ে ভালো হয়। এরপর দু’-আড়াই ঘণ্টা অন্তর বা শিশুর চাহিদা মতো খাওয়াতে হবে। সিজারিয়ান সেকশনে শিশুর জন্ম হলেও মায়ের জ্ঞান আসার পর যত তাড়াতাড়ি সম্ভব ব্রেস্ট ফিড করানো উচিত।

  • সদ্যোজাত-র শরীরের তাপমাত্রা ঠিক রাখাও খুব গুরুত্বপূর্ণ।

  • মা ও শিশুর বন্ডিং ভালো করার জন্য শিশুর জন্মের পর যত তাড়াতাড়ি মায়ের কোলে দেওয়া যায় ততই ভাল।

  • জন্মের একদিন অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে ভিটামিন-কে টিকা দিতে হবে।

কখন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে?

  • শিশুকে যদি নিস্তেজ দেখায় ও শ্বাসকষ্ট হয়।

  • শিশু খেতে না চাইলে।

  • ব্লু বেবি সিনড্রোম অর্থাৎ ঠোঁটের আশপাশ ও জিভ যদি নীল রঙের হয়।

  • বাচ্চা যদি একনাগাড়ে কেঁদে চলে।

  • মায়ের হেপাটাইটিস-বি থাকলে বাচ্চাকে জন্মের এক দিনের মধ্যে এর টিকা দিতে হবে।

  • অন্যান্য টিকা দরকারমতো দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here