ডিজিটাল ডেস্ক, ২৯ নভেম্বর: চব্বিশের লোকসভা ভোটে প্রচারের সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্য সরকারের দুর্নীতি, সিএএ, অনুপ্রবেশ থেকে শুরু করে নানা ইস্যুতে সরব হন। বুধবার ধর্মতলায় বিজেপি’র সমাবেশমঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। দুর্নীতির প্রসঙ্গ টেনে মমতার উদ্দেশে অমিত শাহ বলেন–‘পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয়কে সাসপেন্ড করে দেখান।’ অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, দেশে তাড়াতাড়ি সিএএ কার্যকর করা হবে। শাহ বলেন, ‘‘যেখানে এত অনুপ্রবেশ, সেখানে উন্নয়ন হতে পারে না।’’ তাঁর দাবি–আগে এই মমতা অনুপ্রবেশের ইস্যুতে সংসদ চলতে দিতেন না। এখন তাঁর সময়কালে এই হচ্ছে। এ দিনের সভা থেকে চব্বিশের ভোটে পশ্চিমবঙ্গ থেকে ৩৫ আসনের লক্ষমাত্রা বেঁধে দেন অমিত শাহ। পাশাপাশি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, দাবি শাহের। তাঁর কথায়–বাংলার উন্নতি মোদীজির অগ্রাধিকার। এখানে এমন সরকার গড়তে হবে যেন মোদীজি উন্নয়নের জন্য উর্বর মাটি পান। সংক্ষিপ্ত ভাষণে মমতার সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান শুভেন্দু অধিকারি। শুভেন্দু বলেন, ‘‘গতকাল বিধানসভা থেকে আমাকে তাড়িয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলছি লোকসভা নির্বাচনে মমতাকে সাসপেন্ড করবেন তো?’’ এ দিন মমতাকে ‘চোর’ আখ্যা দিয়ে তোপ দাগেন শুভেন্দু। আর শাহ বলেন, ‘‘দিদি, কান খুলে শোনো। শুভেন্দুজিকে বিধানসভা থেকে বার করতে পারো। কিন্তু বাংলার মানুষকে চুপ করাতে পারবে না। বাংলার মানুষ বলছে, দিদি আপনার সময় ফুরিয়ে এসেছে।’’
দলের সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন–মা, মাটি, মানুষের স্লোগান তুলে মমতা সরকার গঠন করেছে। বামেদের সরালেও এই সরকারের জমানায় কিছু পরিবর্তন হয়েছে কি? শাহ বলেন–মোদীজি এত টাকা পাঠান বাংলাকে। তৃণমূলের সিন্ডিকেটের লোকরা সাধারণ মানুষের কাছে সেই টাকা পৌঁছতে দেয় না। তাঁর দাবি–ইউপিএ সরকার ১০ বছরে যা টাকা দিয়েছে, ৯ বছরে মোদী সরকার তার থেকে অনেক বেশি টাকা পাঠিয়েছে বাংলাকে। পরিসংখ্যান তুলে ধরে শাহ বলেন, ‘‘কংগ্রেস জমানার সরকার দিয়েছিল ২ লক্ষ কোটি টাকা। এই ৯ বছরে মোদী সরকার বাংলাকে ৬ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বেশি পাঠিয়েছে।’’