ডিজিটাল ডেস্ক, ২৫ জুলাই: বিজেপি সভাপতি জে পি নাড্ডা বিরোধীদের জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার সিদ্ধান্তকে বাবা-মায়ের তাঁদের এক শিশুসন্তানের সম্পর্কে ধারণা পরিবর্তন করার জন্য তার নাম পরিবর্তন করার সঙ্গে তুলনা করেছেন। এ ভাবেই বিজেপি নেতৃত্ব বিরোধী-জোটকে কটাক্ষ করেছেন। মঙ্গলবার নাড্ডা ট্যুইট করেছেন, ‘‘একটি শিশু সমস্ত পরীক্ষায় ফেল করেছিল বলে তাকে তার সহপাঠী এবং প্রতিবেশীরা ঘৃণা করত। তাই শিশুটির সম্পর্কে ধারণা পরিবর্তন করার জন্য অভিভাবকরা তার নাম পরিবর্তন করার কথা ভাবেন। ঘটনাটি কি বিরোধীদের ‘ইন্ডিয়া’র মতো নয়?’’ আগের দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই নামের জন্য বিরোধীদের উপহাস করেছিলেন, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদিনের মতো নিন্দিত নামগুলিকে উদ্ধৃত করে বলেছিলেন যে, শুধুমাত্র দেশের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা যায় না।
গত ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকে ঘোষিত ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স) নামটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বলেই সূত্রের খবর। মোদীর মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, ‘‘জনসাধারণ ‘ইন্ডিয়া’ নামটি গ্রহণ করেছে। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন ‘ইন্ডিয়া’ সম্পর্কে কেউ মুজাহিদিন বলে? যত বলবে, বুঝতে হবে পছন্দ হয়েছে।’’ আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, ‘‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা ‘ইন্ডিয়া’। মোদীর এই মন্তব্যের জেরে মঙ্গলবার সংসদে প্রতিবাদ জানান বিরোধী সাংসদেরা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য তাঁর ‘আতঙ্কের বহিঃপ্রকাশ’। তবে মোদীর সঙ্গে সুর মিলিয়েছেন বিজেপি সভাপতি নাড্ডা। তিনি বিরোধীজোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার সিদ্ধান্তকে বাবা-মায়ের তাঁদের এক শিশুসন্তানের সম্পর্কে ধারণা পরিবর্তন করার জন্য তার নাম বদলের সঙ্গে তুলনা করেছেন।