ডিজিটাল ডেস্ক, ২১ জুন: ‘হু’-র দাবি মতো করোনা এখন ‘মহামারি’র পর্বে না থাকলেও নতুন রূপে তার যে আগমন হবে না, তা নিয়ে নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশ্য তাতে আমজনতার হেলদোল নেই। তাই ‘ভগবানে’র রথের রশি টানতে অগণিত ভক্তের সমাগম হয় সমুদ্র সৈকত পুরীতে। ভিড়ের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। শুধু পুরী নয়, জগন্নাথ দেবের রথের রশি টানতে গঙ্গাসাগরেও ভক্তের ঢল নামে।
মাহেশ থেকে মায়াপুর–সর্বত্রই একই ছবি। কলকাতা থেকে মায়াপুর এবং গঙ্গাসাগরে ইসকনের রথের রশি টানতে ছিল না ধর্মের কোনও ভেদাভেদ। আক্ষরিক অর্থেই সর্ব ধর্মের মিলনোৎসবের রূপ নেয় জগন্নাথদেবের রথযাত্রা। দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথদেব এ দিন জনতার হাত ধরে মাসির বাড়িতে পৌঁছে যান। পুরীতে সেখানেও ভক্তের ঢল নামে। ভিড় সামাল দিতে উদ্যোক্তা থেকে প্রশাসনের কালঘাম ছোটে।