ডিজিটাল ডেস্ক, ১০ জুন: তিন বার ফরাসি ওপেন জিতলেন পোলান্ডের ইগা শিয়নটেক। গোটা ম্যাচে একটি সেট খুইয়েছেন শিয়নটেক। প্রতিপক্ষ ছিলেন ক্যারোলিনা মুকোভা। শিয়নটেক জয়ী হয়েছেন ৬-২, ৫-৭, ৬-৪ সেটে। টানা দ্বিতীয় বার ফরাসি ওপেন জিতলেন তিনি। তবে এই জয় খুব সহজে হয়নি শিয়নটেকের জন্য। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন মুকোভা। তবে শেষ পর্যন্ত অবশ্য শিয়নটেকের সঙ্গে পেরে ওঠেননি মুখোভা।