ডিজিটাল ডেস্ক, ২৮ অগষ্ট : ঠিক দশ মাস আগে এই মরু শহরেই রক্তাক্ত হয়ে ফিরতে হয়েছিল। ভারতকে প্ৰথমবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে হেরে কলঙ্কের বোঝা নিয়ে দেশে ফিরতে হয়েছিল। তবে তার শাপমোচন ঘটল বছর ঘোরার আগেই। রবিবার দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে রোহিত শর্মারা বাবর আজমদের হারিয়ে দিল ৫ উইকেটে। আর সেই জয়ে প্রত্যাবর্তনের নায়ক হয়ে আবির্ভাব ঘটল হার্দিক পাণ্ডিয়ার। প্ৰথমে বল হাতে ৩ উইকেট তুলে নিলেন। তারপরে ব্যাট হাতে ১৭ বলে ৩৩ রান করেন। ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে বধ করেন।