ডিজিটাল ডেস্ক, ২৭ অগষ্ট : ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বিরোধীরা যতই কটাক্ষ করুন না কেন, বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় ফের শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী। মর্নিং কনসাল্ট সমীক্ষা অনুসারে, তিনি ৭৫ শতাংশের অনুমোদন রেটিং পেয়েছেন। তাঁর পরে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি যথাক্রমে ৬৩ শতাংশ এবং ৫৪ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ২২ জন বিশ্বনেতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪১ শতাংশ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের সমীক্ষা অনুসারে, জো বিডেনের পরে রয়েছেন কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো ৩৯ শতাংশ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৩৮ শতাংশে৷ এটি বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, জার্মানি, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নেতাদের রেটিং ট্র্যাক করে। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে এবং ২০২১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে জনপ্রিয় বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে ছিলেন। এই সমীক্ষায় এক থেকে চার শতাংশ ভুলের মার্জিন আছে।
সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার মানুষ ও অন্যান্য দেশে ৫০০-৫০০০ মানুষের ওপর সমীক্ষা করা হয়েছে অনলাইনে। প্রতিটি দেশে বয়স, লিঙ্গ, অঞ্চল ইত্যাদি বিচার বিবেচনা করে উত্তরদাতাদের চিহ্নিত করা হয়েছে। মার্কিনদের ক্ষেত্রে আরও কিছু অতিরিক্ত ফ্যাক্টর ধরা হয়েছে। স্থানীয় ভাষাতেই উত্তর দিয়েছেন উত্তরদাতারা। তবে ভারতের মতো জনবহুল দেশে এত কম লোকের সমীক্ষায় আদৌ বাস্তবচিত্র বোঝা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিরোধীদের কাছে এটাই সান্ত্বনা।