ডিজিটাল ডেস্ক, ২৩ জুলাই : নিয়োগ-দুর্নীতি মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শনিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে। ইডির তরফে এদিন তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। তদন্তকারী আধিকারিকের তরফে ধৃতের ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিভাগীয় ম্যাজিস্ট্রেট এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। সোমবার ফের এই মামলা এমপি-এমএলএ আদালতে উঠবে বলে জানিয়েছেন ধৃতের আইনজীবী। কোর্ট সে দিন ধৃতকে ওই বিশেষ আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে।
ইডি সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকেই তাঁকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল ইডি। বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা বলেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। এটা বিজেপির চাল।’’ উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা ইডির টানা জেরা ও তল্লাশি চলাকালীনই পার্থ চট্টোপাধ্যায় বার দুয়েক অসুস্থ বোধ করেছিলেন। শনিবার কোর্টে তাঁর আইনজীবী সেই বিষয়টি জানিয়ে মন্ত্রীকে হাসপাতালে ভরতি করানোর আবেদন করেন। কোর্ট এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছে। সোমবার কোর্টে এসএসকেএম কর্তৃপক্ষকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। শুক্রবারই অর্পিতার বেহালার বাড়ি থেকে ২১.২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার বেশিরভাগটাই সরকারি খামে ছিল বলে ইডি সূত্রের খবর। নগদ কোটি কোটি টাকা ছাড়াও শুক্রবারের তল্লাশিতে ওই ফ্ল্যাট থেকে মিলেছে ৫৬ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, ৭৯ লাখ টাকা মূল্যের সোনার গয়না, ৮টি স্থাবর সম্পত্তির দলিল। তবে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে।