ডিজিটাল ডেস্ক, ১০ এপ্রিল : মনরেগা প্রকল্প বা ১০০ দিনের কাজেও মাইলস্টোন ছুঁল পশ্চিমবঙ্গ। রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রের ওই রিপোর্ট প্রকাশ্যে আনে। সঙ্গে লেখা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মনরেগা প্রকল্পে কর্মসংস্থানের নিরিখে দেশের মধ্যে একনম্বরে বাংলা।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ২০২১-২০২২ অর্থবর্ষে এই প্রকল্পে ১ কোটি ১ লক্ষ মানুষ কাজ পেয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। কর্মদিবস তৈরির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে এ রাজ্য। কেন্দ্রের রিপোর্টে দেখা যাচ্ছে, মনরেগা প্রকল্পে কর্মসংস্থানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসশাসিত রাজস্থান, তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। মনরেগার অধীনে মানব-দিবস তৈরিতে পশ্চিমবঙ্গ সবার উপরে।
২০২০ সালের শুরু থেকেই করোনার গ্রাসে গোটা দেশ। লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। রুজি-রোজগার হারিয়ে পরিযায়ী শ্রমিকদের কর্মস্থল থেকে হেঁটে বাড়ি ফেরার মর্মান্তিক ছবি দেখেছে গোটা দেশ। এমন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। নবান্নের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়, পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে। ১০০ দিনের কাজ প্রকল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অর্থনীতিবিদরা রাজ্যের এই পদক্ষেপের প্রশংসা করেন । এ বার কেন্দ্রের তরফেও তার স্বীকৃতি মিলল।