কয়েক কোটি কর্মসংস্থান তৈরি করব, রাজ্য বাজেট নিয়ে আত্মবিশ্বাসী মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি–সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ১১ মার্চ : রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সেই নিয়ে ফের একবার তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের থেকে রাজ্য ৯০ হাজার কোটি টাকারও বেশি পাওনা আছে। তাঁর অভিযোগ, ‘‘বুলবুল থেকে ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের পুরো ক্ষতিপূরণও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়নি।’ তবে মমতার কথায়, কোভিড আবহেও রাজ্যের আয় কয়েকগুণ বেড়েছে। পাশাপাশি বাজেট বরাদ্দও বেড়েছে। এদিন রাজ্য বাজেট পেশের আগে তিনি বলেন, ‘‘রাজ্যে সরকারের তরফে কয়েক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কয়েক কোটি কর্মসংস্থান আমরা তৈরি করব।’’

এ দিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের থেকে ৯০ হাজার কোটিরও বেশি টাকা পাওনা। জিএসটি আদায় করা হচ্ছে, তবে সেখান থেকে রাজ্যের পুরো ভাগ দেওয়া হচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, কিন্তু টাকা দেয় না। তাতে বড় বড় নাম দেয় কেন্দ্রীয় সরকার।’’ মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘ঘূর্ণিঝড় বুলবুলের জন্য ৬ হাজার ৩৩৪ কোটি টাকা পাই। আমফানের জন্য বকেয়া আছে ৩২ হাজার ৩১০ কোটি টাকা। ইয়াসের জন্য বকেয়া অর্থের পরিমাণ ৪ হাজার ২২২ কোটি টাকা।’ পাশাপাশি মমতা আরও জানান, কেন্দ্রের দায়িত্ব থাকা সত্ত্বেও ডিভিসি ড্রেজিং করেনি। গঙ্গা-হলদিয়ার ড্রেজিংও করানো হয়নি। ফরাক্কার জন্য কেন্দ্র টাকা দেয়নি। কেন্দ্র কিছু কাজ করেনি। ঘাটাল মাস্টারপ্ল্যান এখনও পড়ে রয়েছে। এই প্রকল্পের জন্য কোনও টাকা দিচ্ছে না কেন্দ্র। মানুষ ব্যাঙ্কে টাকা রাখছেন। কিন্তু সেই টাকা আদৌ ফেরত পাবেন কি না, তা তাদের জানা নেই।’’ আর রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারি বলেন, ‘‘বাজেটে দু’টি জিনিস দেখেছি। প্রথমত, ছত্রে ছত্রে কেন্দ্রের সমালোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, ৯০,০০০ কোটি টাকার গল্প শোনানো হল। এটা দিশাহীন বাজেট। রাজনৈতিক বিবৃতি মাত্র। শিল্প নিয়ে কোনও দিশা নেই। কোনও জমি নীতি নেই। তাতে শিল্পমহল হতাশ হয়েছে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here