বাংলাই দেশকে পথ দেখাবে, কলকাতায় বিজেপি ভোকাট্টা, দাবি মমতার

ছবি–সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ২১ ডিসেম্বর : কলকাতা পুরনিগমের ভোটে ঘাসফুলের ঝড়ে কার্যত উড়ে গেল বিরোধীরা। ১৪১টি আসনের মধ্যে ১৩৪টিতে এগিয়ে থাকায় আমজনতাকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোট গণনা শুরু হতেই একের পর এক আসনে তৃণমূলের প্রার্থীদের এগিয়ে আসার খবর আসতে থাকে। তাতেই কালীঘাটে নেত্রীর বাড়ির সামনে সবুজ আবির মেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ফলাফলের ট্রেন্ডই বলে দেয় যে, কলকাতা পুরনিগমে ফের বোর্ড গঠন করতে চলেছে শাসকদল। গুয়াহাটি সফরের আগে এই ফলাফলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাসিন্দাদের ধন্যবাদ জানান। নেত্রী বলেন, ‘‘আমি সকল মানুষ ও ভাই-বোনদের প্রণাম, অভিনন্দন এবং সেলাম জানাই। গণ উৎসবের মতো করে এই নির্বাচন হয়েছে। এটা গতন্ত্রের জয়। আমরা মা-মাটি-মানুষের কাছে কৃতজ্ঞ। আপনারা যত আশীর্বাদ দেবেন, তত মাথা নত করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব। বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলাই দেশকে পথ দেখাবে।’’ পাশাপাশি বিজেপি, কংগ্রেস এবং বামেদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বিজেপি, কংগ্রেস, সিপিএম মানুষের ভোটে হেরেছে। এই রায় আমাদের উন্নয়নের জন্য কাজ করতে আরও সাহায্য করবে। আমরা মাটির কাছাকাছি থাকা মানুষ। তাই এই ফলাফল। বিজেপি ভোকাট্টা। সিপিএম নোপাত্তা। কংগ্রেস স্যান্ডউইচ হয়ে গিয়েছে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here