পাহাড়ে বিভাজনের রাজনীতি চলবে না, ফতোয়া মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

ডিজিটাল ডেস্ক, ২৬ অক্টোবর : পাহাড়ে বিভাজনের রাজনীতি চান না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে তাঁর সাফ কথা, ‘‘বাংলার মধ্যে থাকলেই উন্নতি হবে পাহাড়ের। এই অঞ্চলে বিভাজনের রাজনীতি চলবে না।’’ মঙ্গলবার তিনি কার্শিয়াঙে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে হাজির ছিলেন দার্জিলিং, কালিম্পঙের প্রশাসনিক আধিকারিক এবং পাহাড়ের রাজনৈতিক নেতারা। তবে ছিলেন না বিমল গুরুং।  টাউন হলের বৈঠকে মুখ্যমন্ত্রী ওই প্রস্তাব দেন, পাহাড়ের নেতারাই দার্জিলিং সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করুন। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন শেষ হলে জিটিএ ভোট করানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানান।

টাউন হলের প্রশাসনিক বৈঠকে অনীত থাপা, গৌতম দেব, রোশন গিরিদের উপস্থিতিতে বিজেপি-র নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোটের আগে একটি রাজনৈতিক দল আসে, বিভাজনের রাজনীতি করে আসন জিতে নেয়, কিন্তু সমস্যার সমাধান হয় না। এদের উদ্দেশ্য পাহাড়ের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা।’’ তাঁর কথায়, ‘‘তোমাদের আমি বলি, তোমরাই আমাকে পরিকল্পনা দাও, যে কী করে একটি স্থায়ী সমাধান করা যায়। দার্জিলিং বাংলার মধ্যে থাকবে, আমি তোমাদের মদত করব। যাতে তোমাদের ছেলেমেয়েরাই নিজের পায়ে দাঁড়াতে পারে।’’

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here