ডিজিটাল ডেস্ক ৫ এপ্রিল: আত্মসমর্পণের আগেই গ্রেফতার হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ম্যানহাটনে আদালত কক্ষে একজন অভিযুক্ত হিসাবে প্রবেশ করেন ট্রাম্প। তাঁকে ঘিরে ছিলেন সিক্রেট সার্ভিসের লোকজন। সেই সময় তাঁর পরনে ছিল চিরপরিচিত নীল স্যুট আর লাল টাই। আদালতে হাজির হলে প্রক্রিয়ামাফিক তাঁর আঙুলের ছাপ নেওয়া এবং ছবি তোলা হয়। যার মাধ্যমে মার্কিন প্রশাসনের তরফে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে অবশ্য তাঁকে পুলিশি অথবা জেল হেফাজতে থাকতে হয়নি। আদালত থেকে তিনি জামিন পান।
সূত্রের খবর, আদালত কক্ষের সামনের দিকে তার জন্য নির্ধারিত জায়গার দিকে যখন হেঁটে যাচ্ছিলেন, যেখানে তার আইনজীবীরা অপেক্ষা করছিলেন, তখন তাঁকে বিষণ্ণ দেখাচ্ছিল। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকী অভিব্যক্তি বা শারীরিক ভাষার মাধ্যমেও তিনি কিছু প্রকাশ করেননি। তিনি হচ্ছেন প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনা হল। বিচারক মার্চিন জানান, আগামী বছর জানুয়ারি নাগাদ ডোনাল্ড ট্রাম্পের বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। সেই সময়ে হয়তো ট্রাম্প নির্বাচনের জন্য লড়বেন। তখন তাঁকে ফের আদালতেও হাজিরা দিতে হবে। তাঁর বিরুদ্ধে ৩৪টি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে ২০১৬ সালের নির্বাচনের আগে এক পর্ন তারকার মুখ বন্ধ করার জন্য তাঁকে মোটা টাকা ঘুষ দিয়েছিলেন। পর্ন ছবির ওই তারকা স্টর্মি ড্যানিয়েলস কবুল করেছেন– ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল। ডোনাল্ড ট্রাম্প অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ-ই অস্বীকার করেছেন। আদালতকে তিনি বলেন–নট গিল্টি।