প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে নির্বাচনী জনসভায় গুলি, ‘খুনের চেষ্টা’

ডিজিটাল ডেস্ক, ১৪ জুলাই: মর্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভা চলাকালীন গুলি চলল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। ভরা সমাবেশে বন্দুকধারীর গুলিতে এক দর্শক নিহত হয়েছেন। ইতিমধ্যে, সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে এই ঘটনায়। এ ছাড়া আরও এক দর্শকের গুলি লেগেছে। ঘটনায়  ট্রাম্প নিজেও জখম হয়েছেন। তাঁর কান ঘেঁষে একটি গুলি চলে গিয়েছে বলে সূত্রের খবর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে ঘটনাকে হত্যার চেষ্টা বলে মনে করে তদন্ত করছে।

আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। তারই প্রচারে তিনি শনিবার পেনসিলভেনিয়ায় সভা করছিলেন। সেখানে বন্দুকবাজের এই হানা। সমাজমাধ্যমে ওই ঘটনাস্থলের একাধিক ছবিও ছড়িয়ে পড়েছে।   একটি ফুটেজে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে ঘিরে ফেলছেন। তখন ট্রাম্পের মুখ রক্তাক্ত। সেই অবস্থায় তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন–“আমেরিকাতে এমন সহিংসতার কোনও স্থান নেই।”

সিক্রেট সার্ভিস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ‘‘ভালো আছেন’’। সূত্রের খবর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়েছে। মার্কিন মুলুকে এর আগে ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যান এক জনসভায় গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর এই প্রথম কোনও প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার চেষ্টা হল। ১৯৬৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়েছিল। ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় রবার্ট এফ কেনেডিসহ বেশ কয়েকজন নির্বাচনী প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ১৯৭২ সালে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জর্জ ওয়ালেসকে একটি প্রচার মঞ্চে গুলি করা হয়েছিল। রবিবার সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘‘আমার বন্ধু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের জন্য, যাঁরা জখম হয়েছেন তাঁদের জন্য এবং সর্বোপরি আমেরিকার মানুষের জন্য আমার সমবেদনা রইল।’’

ফিচার ভিডিও–সৌজন্য এএনআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here