ডিজিটাল ডেস্ক, ২৩ অক্টোবর : অধিনায়কের দায়িত্বে না থাকলেও ব্যাট হাতে দলকে মধুর জয় উপহার দিলেন কোহলি। ম্যাচ জিতে আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। কেঁদে ফেললেন। পাকিস্তানের ৮ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত একসময় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারত ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬০ রান তুলে নেয়। ৪ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। অশ্বিন ১ বলে ১ রান করেন। নওয়াজ ৪ ওভারে ৪২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। উল্লেখ্য, দুবাইয়ে গত টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয় ভারতকে। একই মাঠে গত এশিয়া কাপের গ্রুপ লিগে পাকিস্তানকে পরাজিত করে টিম ইন্ডিয়া। তবে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে বাবর আজমরা পুনরায় টেক্কা দেন রোহিত শর্মাদের। এবার চলতি টি-২০ বিশ্বকাপে সম্মুখসমরে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। মেলবোর্নের মহারণে শেষ হাসি হাসেন রোহিত শর্মারা। রোহিতের কথায়, ‘‘কোহলি এবং হার্দিক পাণ্ড্যের জুটিই যে ম্যাচের মোড় ঘুরিয়েছে।’’