ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়াকে উড়িয়ে বিশ্বসেরা ভারত

সোনালি জয়ের পর ভারতীয় দল। ছবি–সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ১৫ মে : দেশের ব্যাডমিন্টনের ইতিহাসে অনবদ্য নজির গড়ল ভারত। কারণ, এবার টিম ইন্ডিয়া ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে সোনা জিতল। ব্যাডমিন্টনের বিশ্বকাপ বলা হয় থমাস কাপকে। টুর্নামেন্টের ইতিহাস বলছে ১৯৫২, ১৯৫৯ এবং ১৯৭৯ সালের সেমিফাইনালে ওঠাই ছিল ভারতের এর আগে সেরা সাফল্য। সেমিফাইনালে উঠলেও পদক জেতা হয়নি। পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতেই প্রথমবার থমাস কাপে সোনা পেয়ে ইতিহাস লিখল কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনরা। রবিবার ব্যাঙ্কককে প্রথম গেমে লক্ষ্য সেনকে হেলায় হারিয়ে দেন ইন্দোনেশিয়ার অ্যান্টনি। প্রথম গেমের ফলাফল ছিল ৮-২১। টানা ১২ পয়েন্ট জিতে গেম পয়েন্ট পৌঁছে যান অ্যান্টনি। দুর্দান্ত প্রত্যাবর্তন করেন লক্ষ্য। দ্বিতীয় গেম জিতলেন ২১-১৭ পয়েন্টে। ম্যাচের ফল ১-১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘‘ইতিহাস তৈরি করল ভারতের ব্যাডমিন্টন দল। টমাস কাপ জেতায় গোটা দেশই উচ্ছ্বসিত। আমাদের দুর্দান্ত দলকে অনেক অভিনন্দন এবং আগামী দিনের প্রতিযোগিতাগুলির জন্যে অনেক শুভেচ্ছা। আগামী দিনে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এই জয়।’’ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘‘ভারতের ব্যাডমিন্টনে ঐতিহাসিক কৃতিত্ব এবং অনবদ্য মুহূর্ত। টমাস কাপ জেতার জন্য ভারতীয় দলকে অনেক অভিনন্দন।’’ ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল লিখেছেন, ‘‘অভিনন্দন টিম ইন্ডিয়া। পুরুষ দলকে এই ট্রফি জেতার জন্য অভিনন্দন। দারুণ খেলেছ তোমরা।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here