ডিজিটাল ডেস্ক, ১৬ এপ্রিল : পশ্চিমবঙ্গে দু’টি উপ-নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হেরে গেলেও সিপিএম নতুন করে অক্সিজেন পেল। কারণ, বালিগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনে সিপিএম হেরে গেলেও তৃণমূলের জয়ে ব্যবধান কমিয়ে দ্বিতীয় স্থান পেয়েছে। এই আবহে আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কনভয়ে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। শনিবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে গণনাকেন্দ্র থেকে বেরনোর পথে অগ্নিমিত্রার কনভয়ে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি প্রার্থী এলাকায় উসকানি দেওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে খোঁজ নেওয়া হবে। ইতিমধ্যে, নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। আসানসোলের উপ-নির্বাচনে রেকর্ড ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্হা। শনিবার গণনা চলছিল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। ফল স্পষ্ট হয়ে যাওয়ার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান অগ্নিমিত্রা। সেই সময় তৃণমূল এবং বিজেপি দু’পক্ষই স্লোগান দিতে থাকে। পুলিশ দু’পক্ষকেই সরিয়ে দেয়। এর পর পুলিশ অগ্নিমিত্রাকে গাড়িতে তুলে দেয়। এর মধ্যেই ভিড়ের মধ্যে থেকে অগ্নিমিত্রার কনভয় লক্ষ্য করে ইট-পাটকেল উড়ে আসে। তা বিজেপি বিধায়কের নিরাপত্তারক্ষীদের গাড়িতে লাগে। এই সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান ডিসি পশ্চিম অভিষেক মোদী। ঘটনায় একজনকে পুলিশ আটক করে। অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রয়াত সিপিএম নেতা তথা বিধানসভার স্পিকার হাসিম আবদুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিম এ বার ভোটে নেমেছিলেন মূলত দু’টি চ্যালেঞ্জকে সামনে রেখে। প্রথমত, ২১-এর নীলবাড়ির লড়াইয়ে সিপিএম প্রার্থী তথা স্বামী ফুয়াদ হালিমের প্রাপ্ত ভোটের অঙ্ক টপকানো। দ্বিতীয়ত, বালিগঞ্জ বিধানসভার নিরিখে গত বছরের কলকাতা পুরসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোটের পরিমাণ আরও বৃদ্ধি করা। ভোটের ফল বলছে, দুই-ই হল।