নয়াদিল্লি, এপ্রিল 8 (পিটিআই) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের একত্রিত হওয়া উচিত এবং এর কাঠামো কী হওয়া উচিত, তা নিয়ে আলোচনা চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার আরজেডি নেতা শরদ যাদবের সঙ্গে দেখা করার পরে সংবাদমাধ্যমকে এ কথা জানান। পাশাপাশি যাদব বলেন, ‘‘গান্ধীর উচিত কংগ্রেস দলের সভাপতির দায়িত্ব নেওয়া।’’
বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধীরা একত্রিত হওয়ার প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘‘বিরোধী দলগুলির আরএসএস এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একত্রিত হওয়া উচিত। কীভাবে এবং তার কাঠামো কী হওয়া উচিত, তা নিয়ে আলোচনা চলছে৷’’ আর যাদব জানান, তিনি দেশ নিয়ে উদ্বিগ্ন এবং সমাজের দুর্বল অংশগুলির জন্য কাজ করার প্রয়োজন রয়েছে। গান্ধী কংগ্রেসের সভাপতি হওয়া উচিত কি না, জানতে চাইলে যাদব বলেন, ‘‘কেন নয়? রাহুল গান্ধী দলের জন্য দিনরাত কাজ করেন এবং আমি মনে করি তাঁর দলের সভাপতি হওয়া উচিত। কংগ্রেসের উচিত তাঁকে সভাপতি করা।’’ রাহুল গান্ধীকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমরা বিষয়টি দেখব।’’
যাদবকে রাজনৈতিক ‘গুরু’ হিসাবে বর্ণনা করে রাহুল গান্ধী জানান, তিনি তাঁর সঙ্গে একমত যে, দেশ একটি ‘খারাপ অবস্থায়’ রয়েছে। কারণ ‘ঘৃণা’ ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেশকে বিভক্ত করা হচ্ছে। সেইসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা সবাই এই চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের দেশকে একত্রিত করতে হবে, দেশকে আবার ভ্রাতৃত্বের পথে নিয়ে যেতে হবে।’’ শরদ যাদবের প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘‘তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, আমি খুশি যে তিনি এখন ফিট হয়ে লড়াই করছেন। আমাকে রাজনীতি সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন।’’ সেইসঙ্গে রাহুল গান্ধী জানান, ‘‘মানুষ মনে করে অর্থনীতি সমাজের অবস্থা থেকে আলাদা। যে দেশে সম্প্রীতি থাকবে না, সেখানে ঘৃণা বাড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে।’’