ডিজিটাল ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকল ভারত। একই অবস্থান নিয়েছে চিন ও সংযুক্ত আরব আমিরশাহিও। মোট ১১টি দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে (প্রস্তাবের পক্ষে), রাশিয়া নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করেছে (রেজোলিউশনটি ব্লক করতে)। ভোটদান থেকে বিরত থেকেছে ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরশাহি। সূত্রের খবর, ইউক্রেনের ভূখণ্ডে রুশ আক্রমণের বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে যৌথভাবে প্রস্তাব আনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়া। তাতে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা করা হয়। দাবি তোলা হয়, অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনার প্রত্যাহার এবং আগ্রাসী মনোভাবের সংবরণের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘‘নিজেদের বারাকে ফিরে যাওয়া উচিত রুশ সেনাবাহিনীর।’’
ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ চলছে। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। ফোনালাপ শেষ হওয়ার পর এ নিয়ে টুইট করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। টুইটে তিনি লেখেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তাঁকে আগ্রাসনের প্রকৃতি সম্বন্ধে অবগত করেছি। এক লক্ষেরও বেশি বহিরাগত আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। তারা আমাদের নাগরিকদের বাড়ি তাক করে গুলিবর্ষণ করছে। আমি তাঁকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছি। তাঁর কাছে একসঙ্গে আগ্রাসনকারীকে প্রতিরোধের আবেদন রেখেছি।’’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় আধঘণ্টা তাঁর কথা হয়, এমনটাই সূত্রের খবর। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টকে কিভ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু মার্কিন মুলুকের বক্তব্য উড়িয়ে প্রেসিডেন্ট জবাব দেন, ‘‘আমাকে উদ্ধারের প্রয়োজন নেই। লড়াইয়ের জন্য গোলাবারুদ পাঠান।’’ শুক্রবারই একটি ভিডিয়ো বার্তায় জেলেনস্কি বলেছিলেন, “আমি কিভ থেকে পালাইনি। এখানেই রয়েছি।’’ ইউক্রেনের প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, ‘‘তিনি ময়দান ছেড়ে পালানোর মানুষ নন। বরং দেশ এবং দেশবাসীকে রক্ষা করার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন।’’
ইতিমধ্যে, ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকোর জানিয়েছেন, রাশিয়ার হামলার কারণে তিন শিশুসহ মোট ১৯৮ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। জখম হয়েছেন ১ হাজার ১১৫ জন, যাদের মধ্যে ৩৩ জন শিশু। রয়টার্সের খবর, শনিবার স্থানীয় সময় সকালে কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিয়েভের নগর কর্তৃপক্ষের মতে, একটি ক্ষেপণাস্ত্র সেখানকার একটি আবাসিক ভবনে আছড়ে পড়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র রাজধানীর ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে পড়েছে। আর রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স ও স্পুটনিক জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিঝিয়ায় মেলিটোপল শহর দখল করেছে। মেলিটোপল হল ইউক্রেনের মূল বন্দর মারিউপোলের কাছে একটি মাঝারি আকারের শহর। যেখানে অন্তত দেড় লক্ষ মানুষ বাস করেন। ইউক্রেন সেনাবাহিনীর একটি ফেসবুক পোস্ট বলছে, তাদের সেনারা রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করছে। কিয়েভের একটি সেনা ইউনিট শহরের প্রধান সিটি অ্যাভিনিউ থেকে রাশিয়ার বাহিনীকে হটিয়ে দিয়েছে। শনিবার ওই ফেসবুক পোস্টে তারা জানায়, কিয়েভের একটি সেনা ঘাঁটিতে রাশিয়ান সৈন্যরা আক্রমণের চেষ্টা করলে তার বিরুদ্ধে লড়াই শুরু হয়। আর ইউক্রেনীয় বাহিনীর দাবি, তারা কৃষ্ণ সাগরের শহর মাইকোলাইভে থেকে রাশিয়ার সৈন্যদের সফলভাবে সরিয়ে দিয়েছে। সেইসাথে কিয়েভ সেনা ঘাঁটিতে হামলা ঠেকিয়েছে।
এর আগে, ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়ার সৈন্যরা চেষ্টা করছে রাজধানী কিয়েভ পুরোপুরি দখলে নেওয়ার। এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি টুইটারে নিজের একটি সেলফি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘‘অনলাইনে প্রচুর মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে, আমি আমাদের সেনাবাহিনীকে অস্ত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সেখান থেকে তাদের সরিয়ে নিচ্ছি। আমি এখানে আছি। আমরা আমাদের অস্ত্র রাখব না। আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করব।’’
কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা শহরের আশেপাশে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানে গোলাগুলি হয়েছে। ফক্স নিউজের সংবাদদাতা ট্রে ইংস্ট বলেছেন যে কিয়েভ ‘‘এই মুহূর্তে একাধিক দিক থেকে’’ আক্রমণের শিকার হয়েছে। আর ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের মতে, রাজধানীর ট্রয়েসচিনা এলাকার সিএইচপি-৬ পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রাশিয়ার উদ্দেশে বলেছেন, ‘‘শান্তিকে আরেকটি সুযোগ দেওয়া উচিত।’’
সার সংক্ষেপ
· ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত।
· কিয়েভের মেয়র বলছেন রাজধানীতে ‘অন্তর্ঘাতী বাহিনী’ সক্রিয় হয়েছে, সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি।
· লড়াইয়ে এ পর্যন্ত ১৯৮জন ইউক্রেনীয় মারা গিয়েছেন বলে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন ।
· প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, রাজধানী কিয়েভ, দক্ষিণে ওডেসা আর উত্তর পূর্বে খারকিভে তার বাহিনী রুশ সৈন্যদের সঙ্গে লড়ছে।
· রাশিয়া বলছে, তারা দক্ষিণের গুরুত্বপূর্ণ মেলিতোপোল শহর দখল করেছে।
· পোল্যান্ড আগামী মাসে মস্কোয় রাশিয়ার সাথে ২০২২ বিশ্বকাপ ফুটবলের প্লে-অফ ম্যাচ বর্জনের কথা ঘোষণা করেছে।
· জাতিসংঘ জানাচ্ছে, গত ৪৮ ঘণ্টায় ইউক্রেন ছেড়ে পালিয়েছেন এক লাখ ২০ হাজার মানুষ।