ডিজিটাল ডেস্ক, ১৯ ডিসেম্বর : যে প্রকল্পটি তাঁর জনসংযোগের অন্যতম প্রধান হাতিয়ার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত পশ্চিমবঙ্গ সরকারের সেই ‘দুয়ারে সরকার’ প্রকল্পটি জাতীয় ক্ষেত্রে বড় স্বীকৃতি পেল। কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে প্রকল্পটিকে সেরা ‘পাবলিক ডিজিট্যাল প্লার্টফম’ হিসাবে ঘোষণা করেছে। সেইমতো আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কারটি রাজ্য সরকারের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই দুয়ারে সরকার প্রকল্প। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শিবির করে সরকারি আধিকারিরা রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবার আবেদন বাসিন্দাদের কাছ থেকে গ্রহণ করেন। সেইমতো পরিষেবা দেওয়া নিয়ে বিরোধীরা যতই সমালোচনা করুন না কেন, তাতে যতই রাজনীতির রং এবং ছোঁয়া দেখতে পান না কেন, জাতীয়স্তরে তা স্বীকৃতি পেল। প্রকল্পটি পশ্চিমবঙ্গে ২০২০ সালের ১ ডিসেম্বর রাজ্যে শুরু হয়। তার পর গত দু’বছরে প্রকল্পটি জনপ্রিয় হয়ে ওঠে। এখন দুয়ারে সরকার শিবিরে ২৭টি পরিষেবা মিলছে। সূত্রের খবর, ডিজিট্যাল প্রযুক্তির মাধ্যমে এই ধরনের উদ্যোগ দেশের মধ্যে প্রথম। সরকারের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬.৬ কোটি মানুষকে দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। রাজ্য জুড়ে আয়োজিত হয়েছে ৩ লক্ষ ৬১ হাজার শিবির। নজরকাড়া এই প্রকল্পটিকে কেরালার সিপিআই(এম) দলের সরকারও হাতিয়ার করে জনসংযোগের ভিতকে মজবুত করতে চাইছে। মমতা-সরকারের সাফল্য এখানেই।