সাত দশক পর আফ্রিকা থেকে ভারতে এল ৮ চিতা, খাঁচামুক্ত করলেন মোদী

খাঁচামুক্ত করার পর চিতা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনসেটে সেই চিতা। ছবি–সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : আফ্রিকার নামিবিয়া থেকে আটটি চিতা এল ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে গ্বালিয়রের বায়ুসেনা ঘাঁটি থেকে চিনুক কপ্টারে তাদের নিয়ে আসা হয়। মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যান এখন তাদের নতুন ঠিকানা।  শনিবার চিতাগুলিকে খাঁচামুক্ত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের আগামী একমাস ৫০ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার প্রশস্ত জালের ঘেরাটোপে বিচ্ছিন্নবাসে রাখা হবে। পরবর্তী ধাপে তাদের তারের জালে ঘিরে তৈরি ৫৫০ হেক্টর এলাকায় ছাড়া হবে। গাছে ছাওয়া প্রান্তরে থাকবে শিকার ধরার সুযোগও। যাতে তারা মুক্ত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

সূত্রের খবর, ১৯৫২ সালে চিতাকে ভারতে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর  নতুন করে ভারতে চিতা আনার পরিকল্পনা শুরু হয়। ২০১০ থেকে ২০১২– এই সময়কালে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত এবং উত্তরপ্রদেশের ১০টি এলাকা পর্যবেক্ষণ করা হয়েছিল। তবে শেষমেশ মধ্যপ্রদেশের কুনোই চিতাদের ঠিকানা হিসাবে নির্বাচিত হয়। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া আবহাওয়া, খাদ্য, বন্য পশুর সংখ্যা এবং নানা বিষয় এ ক্ষেত্রে বিবেচনা করে। শেষমেশ মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানকেই চিতাদের রাখার উপযুক্ত পরিবেশ বলে বিবেচিত হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, চিতা আসার ফলে কুনো-পালপুর অঞ্চলের পর্যটনের আকর্যণ আরও বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here