ডিজিটাল ডেস্ক, ১৩ জুন : কালাপানি-সহ ওই তিনটি এলাকার ওপর দিয়ে উত্তরাখণ্ড থেকে মানস সরোবর পর্যন্ত একটি রাস্তা তৈরি করছে ভারত। তাতেই আপত্তি নেপালের। তাদের দাবি, কালাপানি, লিপুলেখ ও লিম্পুয়াধুরা নেপালের এলাকা। এ নিয়ে দেশের নতুন মানচিত্রও তৈরি করে ফেলে নেপাল। ভারত প্রতিবাদ করায় সংসদে বিলাটি আনতে গিয়েও শেষপর্যন্ত তা স্থগিত হয়ে যায়। অবশেষে তা আনা হল। শনিবার সংবিধান সংশোধনী সেই বিল পাসও হয়ে গেল সে দেশে।
ভারত বরাবরই বলে আসছে, নতুন মানচিত্র নিয়ে নেপাল যা করছে তা একবারেই একতরফা। এসে সঙ্গে ঐতিহাসিক তথ্যপ্রমাণের কোনও যোগ নেই। এ রকম এক পরিস্থিতিতে নেপালের বিরোধী দল নেপালি কংগ্রেস জানিয়ে দেয়, তারা ওই সংবিধান সংশোধনী বিলের পক্ষেই ভোট দেবে। যে তিন এলাকা কালাপানি, লিপুলেখ ও লিম্পুয়াধুরা নেপালের ম্যাপে দেখানো হয়েছে, তা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বরবারই দাবি করে আসছে, ওই তিন এলাকা উত্তরাখণ্ডের অন্তর্ভুক্ত। ভারতীয় বিদেশমন্ত্রক এ দিন কাঠমান্ডুর এই পদক্ষেপের সমালোচনা করেছে। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘কৃত্রিমভাবে এলাকা বাড়িয়ে নেওয়ার এমন দাবি ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’’ তাঁর অভিযোগ, নেপালের এই আচরণ ‘একতরফা’ এবং ‘ঐতিহাসিক ঘটনাপ্রবাহের পরিপন্থী’।